কাক ভেজা তোমার দেহে দুষ্টু চাহনি
নেশায় নেশায় চোখের পাতায় মাতলামি।
দেহ কখনো মিথ্যে বলে না,
আজ এখন পেয়েছি আমার সাধনা
নেশায় নেশায় চোখের পাতায় মাতলামি।
দেহ কখনো মিথ্যে বলে না,
আজ এখন পেয়েছি আমার সাধনা
বিকেল বেলার রোদ,
সিঁড়িঘরে সূর্যের কানামাছি খেলা
আমার নাটাই গেছে ভেঙ্গে
ছাদে ওঠার আছে শত বাহানা।
তোমার ছাদের রেলিঙটা বদলেছে কত
যেন আঙ্গুল ফাঁকের বিষ ফোঁড়ার মত।
তুমি রোদ পোহাবার ছুতোয়,
ছাদে আসতে নিয়ে গভির বাসনা।
আর ওভাবেই জমলো মেলা,
আমার বয়স ১৬ তে প্রেম প্রেম খেলা।
তুমি রোদ পোহাবার ছুতোয়,
ছাদে আসতে নিয়ে গভির বাসনা।
আর ওভাবেই জমলো মেলা,
আমার বয়স ১৬ তে প্রেম প্রেম খেলা।
সিঁড়িঘরে সূর্যের কানামাছি খেলা
আমার নাটাই গেছে ভেঙ্গে
ছাদে ওঠার আছে শত বাহানা।
তোমার ছাদের রেলিঙটা বদলেছে কত
যেন আঙ্গুল ফাঁকের বিষ ফোঁড়ার মত।
তুমি রোদ পোহাবার ছুতোয়,
ছাদে আসতে নিয়ে গভির বাসনা।
আর ওভাবেই জমলো মেলা,
আমার বয়স ১৬ তে প্রেম প্রেম খেলা।
তুমি রোদ পোহাবার ছুতোয়,
ছাদে আসতে নিয়ে গভির বাসনা।
আর ওভাবেই জমলো মেলা,
আমার বয়স ১৬ তে প্রেম প্রেম খেলা।
মনে আছে সেই প্রথম তোমাকে দেখা
ছটফটানো মন, ব্যাকুল সারাক্ষণ।
এভাবে শুরু গল্পটা।
মনে আছে সেই প্রথম তোমাকে দেখা
ছটফটানো মন, ব্যাকুল সারাক্ষণ।
এভাবে শুরু গল্পটা।
তুমি রোদ পোহাবার ছুতোয়,
ছাদে আসতে নিয়ে গভির বাসনা।
আর ওভাবেই জমলো মেলা,
আমার বয়স ১৬ তে প্রেম প্রেম খেলা।
তুমি রোদ পোহাবার ছুতোয়,
ছাদে আসতে নিয়ে গভির বাসনা।
আর ওভাবেই জমলো মেলা,
আমার বয়স ১৬ তে প্রেম প্রেম খেলা।
ছটফটানো মন, ব্যাকুল সারাক্ষণ।
এভাবে শুরু গল্পটা।
মনে আছে সেই প্রথম তোমাকে দেখা
ছটফটানো মন, ব্যাকুল সারাক্ষণ।
এভাবে শুরু গল্পটা।
তুমি রোদ পোহাবার ছুতোয়,
ছাদে আসতে নিয়ে গভির বাসনা।
আর ওভাবেই জমলো মেলা,
আমার বয়স ১৬ তে প্রেম প্রেম খেলা।
তুমি রোদ পোহাবার ছুতোয়,
ছাদে আসতে নিয়ে গভির বাসনা।
আর ওভাবেই জমলো মেলা,
আমার বয়স ১৬ তে প্রেম প্রেম খেলা।
কাক ভেজা তোমার দেহে দুষ্টু চাহনি
নেশায় নেশায় চোখের পাতায় মাতলামি।
দেহ কখনো মিথ্যে বলে না,
তুমি না দেখালেও, আমি কামনা খুব বুঝি।
তুমি রোদ পোহাবার ছুতোয়,
ছাদে আসতে নিয়ে গভির বাসনা।
আর ওভাবেই জমলো মেলা,
আমার বয়স ১৬ তে প্রেম প্রেম খেলা।
তুমি রোদ পোহাবার ছুতোয়,
ছাদে আসতে নিয়ে গভির বাসনা।
আর ওভাবেই জমলো মেলা,
আমার বয়স ১৬ তে প্রেম প্রেম খেলা।
নেশায় নেশায় চোখের পাতায় মাতলামি।
দেহ কখনো মিথ্যে বলে না,
তুমি না দেখালেও, আমি কামনা খুব বুঝি।
তুমি রোদ পোহাবার ছুতোয়,
ছাদে আসতে নিয়ে গভির বাসনা।
আর ওভাবেই জমলো মেলা,
আমার বয়স ১৬ তে প্রেম প্রেম খেলা।
তুমি রোদ পোহাবার ছুতোয়,
ছাদে আসতে নিয়ে গভির বাসনা।
আর ওভাবেই জমলো মেলা,
আমার বয়স ১৬ তে প্রেম প্রেম খেলা।
0 comments:
Post a Comment