মেডিকেল টিপস পানি পান করা সম্পর্কে


প্রিয় ছেলে মেয়ে ও বন্ধু এই মেডিকেল টিপস পানি পান করা সম্পর্কে সাইটে নতুন নতুন আপঢেট দেওয়া হবে সবসময় ভিজিট  করুন .,.,.,.,., ধন্যবাদ

১. সকালে সূর্যোদয়ের আগে ঘুম
থেকে উঠা উচিত। মুখ ধুয়েই এক
থেকে দুই গ্লাস
পানি খাওয়া ভাল।
এতে সহজে কোন পেটের রোগ হয় না।
২. পানি খাবার পর কিছুক্ষন
খোলা জায়গায়
হাটা উচিত। সকালের বিশুদ্ধ
বাতাস শরীরের
জন্য বিশেষ উপকারী।

মেডিকেল টিপস পানি পান করা সম্পর্কে 


৩.
খালি পেটে চা বা কফি খাওয়া ঠিক
না। খাবার
আগে অবশ্যই কিছু খাওয়া প্রয়োজন।
৪. খাবার যতদূর সম্ভব নিয়মিত খাওয়া উচিত।
খিদে না পেলে কখনই
খাওয়া উচিত নয়, আবার
খুব বেশী বা খুব কম খাওয়াও উচিত
নয়।
৫. সপ্তাহে বা ১৫ দিনে একদিন উপবাস
করলে পাকস্থলির কর্মক্ষমতা ঠিক
থাকে।
আমাবশ্যা বা পূর্ণিমাতে উপবাস
করলে স্বাস্থ্য
ভাল থাকে। ৬. খাবার সময়
বেশি পানি খাওয়া ঠিক না।
খাবার
শেষ করার অন্তত ১
ঘন্টা পরে পানি খাওয়া উচিত
তবে দিনে যত বেশি পানি পান করা যায় ততই
ভাল।
বেশি পানি পান করলে কোন
ক্ষতি নেই।
৭. তাড়াতাড়ি বা অন্যমনস্ক
হয়ে খাবার খাওয়া ঠিক না।খাবার সময়
কথা বলা ঠিক না।

মেডিকেল টিপস পানি পান করা সম্পর্কে 


৮. খাবার ভালমত
চিবিয়ে খাওয়া উচিত। খাবার
যত চিবিয়ে খাওয়া যায় তত
তাড়াতাড়ি হজম হয়। ৯. দুপুরে খাবার সময় ১২
টা এবং রাতে খাবার
সময় ৯ টার আগে হওয়া উচিত।
কেননা বেশি রাতে খেলে খাবার
ঠিকমত হজম হয়
না, তাই
রাতে হালকা খাওয়া উচিত।
অধিক রাতে দুধ
ছাড়া কিছু খাওয়া ঠিক না।
১০. রাতে খাওয়ার অনন্ত আধ
ঘন্টা থেকে এক ঘন্টা পরে ঘুমাতে যওয়া উচিত।
১১. অতিরিক্ত পরিশ্রমের পর
বিশ্রাম
না নিয়ে খাওয়া ঠিক নয়,
তেমনি খাবার পর
অবশ্যই কিছুক্ষন বিশ্রাম নেওয়া দরকার।

মেডিকেল টিপস পানি পান করা সম্পর্কে 


১২.রোদ
থেকে এসে বা অতিরিক্ত
পরিশ্রমের পর
সঙ্গে সঙ্গে ঠান্ডা পানি খাওয়া ঠিক
না।... মেডিকেল টিপস পানি পান করা সম্পর্কে 

Related Chudai Kahani:

0 comments:

Post a Comment


কবিতা সমগ্র (kobita somogro)

বাংলা কবিতা (9) Kobita Somogro (5) কবিকথা (5) Kazi Nazrul Islam (4) Kazi Nazrul Islam er Kobita Kabbo (4) Women's Health Care (4) bangla songs (4) poem (4) দেশের কবিতা (4) প্রেমের কবিতা (4) বাংলা গান ও সংগীত (4) বিপ্লবের কবিতা (4) সেক্সপিয়াের এর কৌতুক (4) Bangla Kobita somogro (3) Shikari movie (3) bangla gan lyrics (3) free download কবিতা (3) medical tips (3) online kobita (3) কাজী নজরুল ইসলাম (3) কাজী নজরুল ইসলামের সেরা কবিতা (3) গান (3) জয় গোস্বামী (3) নজরুলের সেরা কবিতা (3) সমাজের কবিতা (3) Bangla Kobita somogra (2) Kobita (2) New Kobita (2) doctor advice (2) gaan (2) good health (2) images (2) lyrics (2) আবৃত্তির কবিতা (2) কবিতা সমগ্র (2) কৌতুক (2) ফটো (2) বাংলা হিন্দি কবিতা (2) বাংলার সেরা কবিতা (2) মেডিকেল টিপস (2) Bangla Hindi Kobita (1) bangla song lyrics (1) hindi song (1) hindi song lyrics (1) photo (1) pic (1) গান ও সংগীত (1) ছবি (1) তসলিমা নাসরিন কবিতা (1) নষ্ট মেয়ে (1) প্রিয় কবিতা (1) রবীন্দ্র সংগীত (1) সুনীল গঙ্গোপাধ্যায় (1) স্বাধীনতার কবিতা (1) হৃদয় ছোঁয়া কবিতা (1)
Powered by Blogger.