Home » , , , , » আজ সৃষ্টি সুখের উল্লাসে – কাজী নজরুল ইসলাম - Kazi Nazrul Islam er Kobita Kabbo

আজ সৃষ্টি সুখের উল্লাসে – কাজী নজরুল ইসলাম - Kazi Nazrul Islam er Kobita Kabbo


আজ সৃষ্টি সুখের উল্লাসে – কাজী নজরুল ইসলাম - Kazi Nazrul Islam er Kobita Kabbo  আজ সৃষ্টি সুখের উল্লাসে–
মোর মুখ হাসে মোর চোখ হাসে মোর টগবগিয়ে খুন হাসে
আজ সৃষ্টি-সুখের উল্লাসে।
আজকে আমার রুদ্ধ প্রাণের পল্বলে –
বান ডেকে ঐ জাগল জোয়ার দুয়ার – ভাঙা কল্লোলে। 
আসল হাসি, আসল কাঁদন
মুক্তি এলো, আসল বাঁধন,
মুখ ফুটে আজ বুক ফাটে মোর তিক্ত দুখের সুখ আসে।
ঐ রিক্ত বুকের দুখ আসে –
আজ সৃষ্টি-সুখের উল্লাসে!

আজ সৃষ্টি সুখের উল্লাসে – কাজী নজরুল ইসলাম - Kazi Nazrul Islam er Kobita Kabbo 

আসল উদাস, শ্বসল হুতাশ
সৃষ্টি-ছাড়া বুক-ফাটা শ্বাস,
ফুললো সাগর দুললো আকাশ ছুটলো বাতাস,
গগন ফেটে চক্র ছোটে, পিণাক-পাণির শূল আসে!
ঐ ধূমকেতু আর উল্কাতে
চায় সৃষ্টিটাকে উল্টাতে,
আজ তাই দেখি আর বক্ষে আমার লক্ষ বাগের ফুল হাসে
আজ সৃষ্টি-সুখের উল্লাসে!
আজ হাসল আগুন, শ্বসল ফাগুন,
মদন মারে খুন-মাখা তূণ
পলাশ অশোক শিমুল ঘায়েল
ফাগ লাগে ঐ দিক-বাসে
গো দিগ বালিকার পীতবাসে;
আজ রঙ্গন এলো রক্তপ্রাণের অঙ্গনে মোর চারপাশে
আজ সৃষ্টি সুখের উল্লাসে!
আজ কপট কোপের তূণ ধরি,
ঐ আসল যত সুন্দরী,
আবৃত্তির কবিতা, কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলামের সেরা কবিতা, দেশের কবিতা, নজরুলের সেরা কবিতা, প্রিয় কবিতা, বাংলা কবিতা, বাংলার সেরা কবিতা, বিপ্লবের কবিতা, সমাজের কবিতা, স্বাধীনতার কবিতা, Kazi Nazrul Islam, Kazi Nazrul Islam er Kobita Kabbo, Kobita, New Kobita, Kobita Somogro

কারুর পায়ে বুক ডলা খুন, কেউ বা আগুন,
কেউ মানিনী চোখের জলে বুক ভাসে!
তাদের প্রাণের ‘বুক-ফাটে-তাও-মুখ-ফোটে-না’ বাণীর বীণা মোর পাশে
ঐ তাদের কথা শোনাই তাদের
আমার চোখে জল আসে
আজ সৃষ্টি সুখের উল্লাসে!
আজ আসল ঊষা, সন্ধ্যা, দুপুর,
আসল নিকট, আসল সুদূর
আসল বাধা-বন্ধ-হারা ছন্দ-মাতন
পাগলা-গাজন-উচ্ছ্বাসে!
ঐ আসল আশিন শিউলি শিথিল
হাসল শিশির দুবঘাসে

আজ সৃষ্টি-সুখের উল্লাসে!আজ সৃষ্টি সুখের উল্লাসে – কাজী নজরুল ইসলাম - Kazi Nazrul Islam er Kobita Kabbo 


আজ জাগল সাগর, হাসল মরু
কাঁপল ভূধর, কানন তরু
বিশ্ব-ডুবান আসল তুফান, উছলে উজান
ভৈরবীদের গান ভাসে,
মোর ডাইনে শিশু সদ্যোজাত জরায়-মরা বামপাশে।
মন ছুটছে গো আজ বল্গাহারা অশ্ব যেন পাগলা সে।
আজ সৃষ্টি-সুখের উল্লাসে!
আজ সৃষ্টি-সুখের উল্লাসে... আজ সৃষ্টি সুখের উল্লাসে – কাজী নজরুল ইসলাম - Kazi Nazrul Islam er Kobita Kabbo 


Related Chudai Kahani:

0 comments:

Post a Comment


কবিতা সমগ্র (kobita somogro)

বাংলা কবিতা (9) Kobita Somogro (5) কবিকথা (5) Kazi Nazrul Islam (4) Kazi Nazrul Islam er Kobita Kabbo (4) Women's Health Care (4) bangla songs (4) poem (4) দেশের কবিতা (4) প্রেমের কবিতা (4) বাংলা গান ও সংগীত (4) বিপ্লবের কবিতা (4) সেক্সপিয়াের এর কৌতুক (4) Bangla Kobita somogro (3) Shikari movie (3) bangla gan lyrics (3) free download কবিতা (3) medical tips (3) online kobita (3) কাজী নজরুল ইসলাম (3) কাজী নজরুল ইসলামের সেরা কবিতা (3) গান (3) জয় গোস্বামী (3) নজরুলের সেরা কবিতা (3) সমাজের কবিতা (3) Bangla Kobita somogra (2) Kobita (2) New Kobita (2) doctor advice (2) gaan (2) good health (2) images (2) lyrics (2) আবৃত্তির কবিতা (2) কবিতা সমগ্র (2) কৌতুক (2) ফটো (2) বাংলা হিন্দি কবিতা (2) বাংলার সেরা কবিতা (2) মেডিকেল টিপস (2) Bangla Hindi Kobita (1) bangla song lyrics (1) hindi song (1) hindi song lyrics (1) photo (1) pic (1) গান ও সংগীত (1) ছবি (1) তসলিমা নাসরিন কবিতা (1) নষ্ট মেয়ে (1) প্রিয় কবিতা (1) রবীন্দ্র সংগীত (1) সুনীল গঙ্গোপাধ্যায় (1) স্বাধীনতার কবিতা (1) হৃদয় ছোঁয়া কবিতা (1)
Powered by Blogger.