মেডিকেল টিপস পানি পান করা সম্পর্কে


প্রিয় ছেলে মেয়ে ও বন্ধু এই মেডিকেল টিপস পানি পান করা সম্পর্কে সাইটে নতুন নতুন আপঢেট দেওয়া হবে সবসময় ভিজিট  করুন .,.,.,.,., ধন্যবাদ

১. সকালে সূর্যোদয়ের আগে ঘুম
থেকে উঠা উচিত। মুখ ধুয়েই এক
থেকে দুই গ্লাস
পানি খাওয়া ভাল।
এতে সহজে কোন পেটের রোগ হয় না।
২. পানি খাবার পর কিছুক্ষন
খোলা জায়গায়
হাটা উচিত। সকালের বিশুদ্ধ
বাতাস শরীরের
জন্য বিশেষ উপকারী।

মেডিকেল টিপস পানি পান করা সম্পর্কে 


৩.
খালি পেটে চা বা কফি খাওয়া ঠিক
না। খাবার
আগে অবশ্যই কিছু খাওয়া প্রয়োজন।
৪. খাবার যতদূর সম্ভব নিয়মিত খাওয়া উচিত।
খিদে না পেলে কখনই
খাওয়া উচিত নয়, আবার
খুব বেশী বা খুব কম খাওয়াও উচিত
নয়।
৫. সপ্তাহে বা ১৫ দিনে একদিন উপবাস
করলে পাকস্থলির কর্মক্ষমতা ঠিক
থাকে।
আমাবশ্যা বা পূর্ণিমাতে উপবাস
করলে স্বাস্থ্য
ভাল থাকে। ৬. খাবার সময়
বেশি পানি খাওয়া ঠিক না।
খাবার
শেষ করার অন্তত ১
ঘন্টা পরে পানি খাওয়া উচিত
তবে দিনে যত বেশি পানি পান করা যায় ততই
ভাল।
বেশি পানি পান করলে কোন
ক্ষতি নেই।
৭. তাড়াতাড়ি বা অন্যমনস্ক
হয়ে খাবার খাওয়া ঠিক না।খাবার সময়
কথা বলা ঠিক না।

মেডিকেল টিপস পানি পান করা সম্পর্কে 


৮. খাবার ভালমত
চিবিয়ে খাওয়া উচিত। খাবার
যত চিবিয়ে খাওয়া যায় তত
তাড়াতাড়ি হজম হয়। ৯. দুপুরে খাবার সময় ১২
টা এবং রাতে খাবার
সময় ৯ টার আগে হওয়া উচিত।
কেননা বেশি রাতে খেলে খাবার
ঠিকমত হজম হয়
না, তাই
রাতে হালকা খাওয়া উচিত।
অধিক রাতে দুধ
ছাড়া কিছু খাওয়া ঠিক না।
১০. রাতে খাওয়ার অনন্ত আধ
ঘন্টা থেকে এক ঘন্টা পরে ঘুমাতে যওয়া উচিত।
১১. অতিরিক্ত পরিশ্রমের পর
বিশ্রাম
না নিয়ে খাওয়া ঠিক নয়,
তেমনি খাবার পর
অবশ্যই কিছুক্ষন বিশ্রাম নেওয়া দরকার।

মেডিকেল টিপস পানি পান করা সম্পর্কে 


১২.রোদ
থেকে এসে বা অতিরিক্ত
পরিশ্রমের পর
সঙ্গে সঙ্গে ঠান্ডা পানি খাওয়া ঠিক
না।... মেডিকেল টিপস পানি পান করা সম্পর্কে 

Build Better Bones To Easy Ways - Kobita Gaan Somogro Story

Hello my dear all friends. Build Better Bones To Easy Ways - Kobita Gaan Somogro Story  An estimated 10 million people in the United States are coping with the brittle, fragile bones of osteoporosis—a disorder that causes severe bone loss. It's most common in women, and the risk is higher in those who are thin, age 50 or older, or of Caucasian or Asian descent. It also occurs in men, who make up about 20% Build Better Bones To Easy Ways - Kobita Gaan Somogro Story  of osteoporosis cases. The condition puts a person at a high risk for bone fractures, disability, loss of independence, 

Build Better Bones To Easy Ways - Kobita Gaan Somogro Story 

and even death. That's why it's important to make your bones as strong as possible. "There are many ways to build bone mass, and the people who do tell us they feel stronger and more capable on their feet," says Rachel Wilson, a physical therapist at Harvard-affiliated Brigham and Women's Hospital.
There isn't one magic way to build bone mass. It takes a number of the following strategies.

Detect bone loss

A dual energy x-ray absorptiometry (DEXA) scan detects osteoporosis and less severe bone loss (osteopenia). A DEXA scan is typically performed after menopause or in people with high risk factors, such as these:

·         a family history of osteoporosis or hip fractures
·         long-term smoking
·         excessive drinking
·         use of glucocorticoid drugs
·         certain chronic diseases
·         a previous fracture caused by little or no trauma.

Exercise

When we exert force on the bones, it stimulates them to add cells, which speeds up the process of building bone mass. An ideal way to do this is with a combination of weight-bearing activities (tennis, stair climbing, or an activity that involves jumping, like an aerobic workout or dancing) and strength training (in which you work your muscles against resistance, such as free weights, resistance bands, or your own body weight).

Build Better Bones To Easy Ways - Kobita Gaan Somogro Story 

Get clearance from your doctor before exercising, and work with a physical therapist to develop a program tailored to your needs. Aim for 150 minutes of moderate-intensity exercise per week for cardiovascular health. Do strength training for 20 to 30 minutes, two or three times a week. Find that overwhelming? Wilson suggests a shortcut: "On strength training days, split up exercises throughout the day. Two or three minutes per exercise will do the job," she explains.

Get enough calcium and vitamin D

Calcium helps make strong bones, and vitamin D aids calcium absorption. Take a daily vitamin D3 supplement (D3 is the form most easily absorbed) between 600 to 1,000 IU, depending on your blood levels of vitamin D. For calcium, some evidence indicates that large doses of calcium pills may increase the risk of death from heart disease. So as much as possible, get calcium from food—dairy products, leafy dark green vegetables, tofu, and sardines. The Recommended Dietary Allowance (RDA) of calcium for men ages 51 or older is 1,000 to 1,200 milligrams (mg) per day. For women ages 51 or older, it's 1,200 mg per day. If your diet doesn't provide enough calcium, take a low-dose calcium supplement to reach your RDA, but not exceed it.

Consider medication

Medications called bisphosphonates, such as alendronate (Fosamax), help slow the rate of bone loss. They're typically prescribed for someone with osteopenia who is deemed to be at high risk for fracture, someone who has osteoporosis, or someone who has already had a fracture from a fall. These medications come with the rare risks of femur (thighbone) fracture and bone loss in the jaw. "The risk of those two problems is very, very low, while the risk of fractures is extremely high. The medications reduce spine fractures by 60% to 70% and reduce hip fractures by up to 40%," says Dr. David Slovik, an endocrinologist at Harvard-affiliated Massachusetts General Hospital.

Build Better Bones To Easy Ways - Kobita Gaan Somogro Story 

Make lifestyle changes


Smoking and excessive alcohol use can interfere with bone health. So quit smoking, and limit alcohol intake (no more than one drink per day for women, two drinks for men). And get rid of fall hazards in your home, such as floor clutter, throw rugs, and slippery bathroom floors (use nonslip rubber mats or strips on floors, and install grab bars)... Build Better Bones To Easy Ways - Kobita Gaan Somogro Story 

Best Women's Health Care

Best Women's Health Care  Women have many unique health concerns — menstrual cycles,pregnancy, birth control, menopause — and that's just the beginning. 

A number of health issues affect only women and others are more common in women. What's more, men and women may have the same condition, but different symptoms. Many diseases affect women differently and may even require distinct treatment.

Women's Health Care 


We tend to think of breast cancer and osteoporosis as women's health diseases, but they also occur in men. Heart disease in a serious concern 

Women's Health Care 


to both men and women, but risk factors and approaches to prevention are different. Women may also have specific concerns about aging, caregiving, emotional health issues, and skin care... 
Best Women's Health Care 

Medical Tips For a Longer Life No Matter What Your Age

Medical Tips For a Longer Life No Matter What Your Age  you have the power to change many of the variables that influence how long you live, and how active and vital you feel in your later years. Actions you can take to increase your odds of a longer and more satisfying life span are really quite simple:

1.    Don't smoke.
2.    Enjoy physical and mental activities every day.
3.    Eat a healthy diet rich in whole grains, vegetables, and fruits, and substitute healthier monounsaturated and polyunsaturated fats for unhealthy saturated fats and trans fats.
4.    Take a daily multivitamin, and be sure to get enough calcium and vitamin D.
5.    Maintain a healthy weight and body shape.
6.    Challenge your mind. Keep learning and trying new activities.
7.    Build a strong social network.
8.    Follow preventive care and screening guidelines.
9.    Floss, brush, and see a dentist regularly.
10.  Ask your doctor if medication can help you control the potential long-term side effects of chronic conditions such as high blood pressure, osteoporosis, or high cholesterol.

Smoking: An enemy of longevity

If you want to live a long, healthy life, make sure you're among the nonsmokers. Smoking contributes to heart disease, osteoporosis, emphysema and other chronic lung problems, and stroke. It makes breathing during exercise much harder and thus can make activity less enticing. It appears to compromise memory, too.

মেডিকেল টিপস, medical tips, good health, doctor advice, Kobita, কাজী নজরুল ইসলাম, নজরুলের সেরা কবিতা 

Medical Tips For a Longer Life No Matter What Your Age 

The news does get better. People who quit smoking can repair some, if not all, of the damage done. After a smoker quits, the risk of heart disease begins to drop within a few months, and in five years, it matches that of someone who never smoked. Stroke risk drops to equal that of a nonsmoker within two to four years after a smoker quits, according to one study. The death rate from colorectal cancer also decreases each year after quitting. At any age, quitting progressively cuts your risk of dying from cancer related to smoking, although this drop is most marked in those who quit before age 50.

Diet and aging: Gaining a nutritional edge

Plenty of research suggests that eating healthy foods can help extend your life and improve your health. Studies reveal that a healthy diet can help you sidestep ailments that plague people more as they age, including heart disease, hypertension, cancer, and cataracts.
There is no shortage of new and conflicting advice on diet and nutrition. Stick to the basics with more broad-based changes, such as cutting back on meat; eating more vegetables, fruits, and whole grains; and striking a healthy balance between calories in and calories out.

Choose fruits and vegetables wisely

Get at least five servings of fruits and vegetables a day. When filling your plate with fruits and vegetables, choose from a full color palette. For even more health benefits, aim for nine servings a day. To get there, choose vegetable soups and vegetable or fruit salads. Sprinkle fruit on breakfast cereal, and select it for snacks or as a sweet end note after meals.

Choose fats wisely

Whenever possible, use monounsaturated and polyunsaturated oils. Avoid trans fats entirely. Limit saturated fats to less than 7% of daily calories and total fat to 20% to 30% of daily calories.
If you don't have coronary artery disease, the American Heart Association recommends eating foods rich in omega-3 fatty acids, such as salmon, trout, or mackerel, twice weekly. If you have documented coronary artery disease, consume roughly 1 gram a day of EPA or DHA from oily fish and supplements if your doctor advises this.

Choose carbohydrates wisely

Choose whole-grain foods over those made with refined grains, such as white bread. Look beyond popular choices like whole oats and brown rice to lesser-known whole grains like barley, bulgur, kasha, and quinoa. Limit your intake of white potatoes.

Choosing protein wisely

Emphasize plant sources of protein, such as beans, nuts, and grains, to help you bypass unhealthy fats predominant in animal sources. Enjoying a wide variety of vegetables and eating beans and grains helps you get a full complement of amino acids over the course of a week. Shy away from protein sources high in saturated fat. Favor fish and well-trimmed poultry. If you do eat beef, pick lean cuts.

Medical Tips For a Longer Life No Matter What Your Age 

Don't char or overcook meat, poultry, or fish — it causes a buildup of carcinogens. Cutting off fat, which causes flames to flare on the grill, can help avoid charring; try gently sautéing, steaming, or braising these foods in liquid instead. Grilling vegetables is safe, however.

Turning the tide on weight gain

Turning the tide to lose weight — or just holding the line at your current weight — can be difficult. The following tips may help:
Line up support. Work with your doctor and, possibly, a nutritionist or personal trainer. Ask for help in setting a reasonable goal and taking small steps that make success more likely. Tell friends and family about your goal, too.
Shut down the kitchen. Make your kitchen off-limits after dinner — even if you need to run a strip of crime tape across the door to do so.
Aim for a small change. Trimming 5% to 10% of your starting weight is a realistic goal with excellent health benefits, including reducing blood pressure and cholesterol levels and lowering the risk for diabetes.
Eat well. Focus on vegetables and whole grains, which are digested slowly. Limit refined carbohydrates. Enjoy moderate amounts of monounsaturated and polyunsaturated fats in your diet. Cut down on saturated fats and avoid trans fats.
Watch the balance. Taking in more calories than you burn off adds extra pounds. Burning off more calories than you take in shaves pounds. A moderately active person who gets about 30 minutes of exercise a day needs 15 calories of food for each pound of body weight. To lose a pound a week, you need to lop off about 500 calories a day by becoming more active and eating less.

Medical Tips For a Longer Life No Matter What Your Age 


Step up activity. If you are struggling to maintain a healthy weight or need to lose weight, the 2005 Dietary Guidelines for Americans recommend 60 to 90 minutes a day of moderate activity. You can work out in one daily session or shorter bouts at least 10 minutes long. Walking is safe for practically everyone. Talk to your doctor if you'd like to include more vigorous activities, which give you twice the bang for your exercise buck — that is, one minute of vigorous activity equals roughly two minutes of moderate activity... Medical Tips For a Longer Life No Matter What Your Age 

বাংলা হিন্দি কবিতা - Bangla Hindi Kobita

আমার সকল প্রিয় বন্ধুদের কাছে বলতে চাই বাংলা হিন্দি দেশের ও দেশের বাহিরের সকল ভাললাগা সমগ্র, বাংলা কবিতা, Bangla Kobita somogro, গান, bangla songs, poem ইত্যাদি। এখন আপনাদের জন্য আমার নিউ new collection হল photo comment kobita. images photo collection. nice pic আরও অনেক কিছু। তবে আসুন view করি আমাদের সেই ভালবাসার ছবি গুলো 

বাংলা হিন্দি কবিতা - Bangla Hindi Kobita
বাংলা হিন্দি কবিতা - Bangla Hindi Kobita 


বাংলা হিন্দি কবিতা - Bangla Hindi Kobita
বাংলা হিন্দি কবিতা - Bangla Hindi Kobita 

বাংলা হিন্দি কবিতা - Bangla Hindi Kobita
বাংলা হিন্দি কবিতা - Bangla Hindi Kobita 

হৃদয় ছোঁয়া কবিতা

হৃদয় ছোঁয়া কবিতা পড়তে গেলে প্রথম ভালবাসার কবিতাকে মনে করতে হয়। প্রেম মানুসের জিবনে সুখের প্রদীপ হয়ে জ্বলে আছে। জা সত্যি আমাদের জিবনের একটা অংশ। কোন এক কবি বা লেখক বলেছিলেন ভালোবাসো তাকে ভালবাসাই ভালবেসে বেঁধে যে রাখে।

হৃদয় ছোঁয়া কবিতা
হৃদয় ছোঁয়া কবিতা 
 তাই তেমনি সুন্দর কিছু ভালবাসার ফটো

প্রেমের কবিতার সাথে ছবি

বাংলা গান ও সংগীত

আমাদের প্রিয় বাংলা গান ও সংগীত  সুপ্রিয় বন্ধু শুভ সকাল। আশা করি সকলে ভাল আছেন। আমার সকল বাংলা গান, সংগীত ও কবিতা প্রেমিক বন্ধুদের আন্তরিক সুভেছা। আমি আজ এই মেঘলা সকালে আপনাদের সাথে আমাদের গ্রাম বাংলার কিছু কবিতা সংগীত ও বাংলা গান নিয়ে আলছনা করতে চাই। জা কি না আমাদের ভাজিল ও আন্তরিক আত্মার আত্ম সুদ্ধি করতে সহায়তা করবে। তো বন্ধুরা দেশী বিদেশী কবিতা সমগ্র, প্রেমের কবিতা, বাংলার বাংলা কবিতা, Bangla Kobita ইত্যাদি বিষয়ে জ্ঞান সুদ্ধি করার প্রচেষ্টা জ্ঞাপন করতে হবে।

আমাদের প্রিয় বাংলা গান ও সংগীত 


দেশী বিদেশী কবিতা সমগ্র, প্রেমের কবিতা, বাংলার কবিতা, বাংলা কবিতা, Bangla Kobita somogra, gaan, গান, poem, স্বাধীনতার কবিতা, বাংলাদেশের কবিতা , কৌতুক, শেকসপিয়র রচনা সমগ্র, যুদ্ধের কবিতা, আহসান হাবীব, একুশের কবিতা, কাজী নজরুল ইসলাম এর কবিতা, জয় গোস্বামী, নির্মলেন্দু গুণ, বিদ্রোহের 

আমাদের প্রিয় বাংলা গান ও সংগীত 


কবিতা, ভাষার কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুর এর কবিতা, সুনীল গঙ্গোপাধ্যায়, নজরুল সংগীত, রবীন্দ্র সংগীত, জীবনানন্দ দাশ,কবিকথা, free download কবিতা, online kobita, সুফিয়া কামাল, কবিতার বই সমুহ, জাসিম উদ্দিনের,নাটক,আমাদের কবি। কবিতা সমগ্র, বাংলা কবিতা, Bangla Kobita somogro, গান, bangla songs, poem। এই সকল সমগ্র জ্ঞান অর্জনও আপনাদের সফল কাম্য... আমাদের প্রিয় বাংলা গান ও সংগীত  

রূপকথা - মেঘবালিকার জন্য রূপকথা — জয় গোস্বামী


রূপকথা - মেঘবালিকার জন্য রূপকথা — জয় গোস্বামী.,.,.,.
আমি যখন ছোট ছিলাম
খেলতে যেতাম মেঘের দলে
একদিন এক মেঘবালিকা
প্রশ্ন করলো কৌতুহলে

“এই ছেলেটা, 
. নাম কি রে তোর?”
আমি বললাম,
.  “ফুসমন্তর !”

মেঘবালিকা রেগেই আগুন,
“মিথ্যে কথা । নাম কি অমন
হয় কখনো ?”
.                      আমি বললাম,
“নিশ্চয়ই হয় । আগে আমার
গল্প শোনো ।

রূপকথা - মেঘবালিকার জন্য রূপকথা — জয় গোস্বামী


সে বলল, “শুনবো না যা-
সেই তো রাণী, সেই তো রাজা
সেই তো একই ঢাল তলোয়ার
সেই তো একই রাজার কুমার
পক্ষিরাজে
শুনবো না আর ।
.                               ওসব বাজে ।”

আমি বললাম, “তোমার জন্য
নতুন ক’রে লিখব তবে ।

সুনীল গঙ্গোপাধ্যায়, জয় গোস্বামী, নজরুল সংগীত, রবীন্দ্র সংগীত, জীবনানন্দ দাশ,কবিকথা, free download কবিতা, online kobita

সে বলল, “সত্যি লিখবি ?
বেশ তাহলে
মস্ত করে লিখতে হবে।
মনে থাকবে ?
লিখেই কিন্তু আমায় দিবি ।”
আমি বললাম, “তোমার জন্য
লিখতে পারি এক পৃথিবী ।”

লিখতে লিখতে লেখা যখন
সবে মাত্র দু-চার পাতা
হঠাৎ তখন ভুত চাপল
আমার মাথায়-

খুঁজতে খুঁজতে চলে গেলাম
ছোটবেলার মেঘের মাঠে
গিয়েই দেখি, চেনা মুখ তো
একটিও নেই এ-তল্লাটে

একজনকে মনে হল
ওরই মধ্যে অন্যরকম
এগিয়ে গিয়ে বলি তাকেই !
“তুমি কি সেই ? মেঘবালিকা
তুমি কি সেই ?

রূপকথা - মেঘবালিকার জন্য রূপকথা — জয় গোস্বামী


সে বলেছে, “মনে তো নেই
আমার ওসব মনে তো নেই ।”
আমি বললাম, “তুমি আমায়
লেখার কথা বলেছিলে-”
সে বলল, “সঙ্গে আছে ?
ভাসিয়ে দাও গাঁয়ের ঝিলে !
আর হ্যাঁ, শোন-এখন আমি
মেঘ নই আর, সবাই এখন
বৃষ্টি বলে ডাকে আমায় ।”
বলেই হঠাৎ এক পশলায়-
চুল থেকে নখ- আমায় পুরো
ভিজিয়ে দিয়ে-
.                        অন্য অন্য
বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে
মিলিয়ে গেল খরস্রোতায়
মিলিয়ে গেল দূরে কোথায়
দূরে দূরে…।

“বৃষ্টি বলে ডাকে আমায়
বৃষ্টি বলে ডাকে আমায়-”
আপন মনে বলতে বলতে
আমিই কেবল বসে রইলাম
ভিজে একশা কাপড়জামায়
গাছের তলায়
.                         বসে রইলাম
বৃষ্টি নাকি মেঘের জন্য

রূপকথা - মেঘবালিকার জন্য রূপকথা — জয় গোস্বামী


এমন সময়
অন্য একটি বৃষ্টি আমায়
চিনতে পেরে বলল, “তাতে
মন খারাপের কি হয়েছে !
যাও ফিরে যাও-লেখ আবার ।
এখন পুরো বর্ষা চলছে
তাই আমরা সবাই এখন
নানান দেশে ভীষণ ব্যস্ত
তুমিও যাও, মন দাও গে
তোমার কাজে-
বর্ষা থেকে ফিরে আমরা
নিজেই যাব তোমার কাছে ।”

এক পৃথিবী লিখবো আমি
এক পৃথিবী লিখবো বলে
ঘর ছেড়ে সেই বেড়িয়ে গেলাম
ঘর ছেড়ে সেই ঘর বাঁধলাম
গহন বনে
সঙ্গী শুধু কাগজ কলম

একাই থাকব । একাই দুটো
ফুটিয়ে খাব—
.                    দু এক মুঠো
ধুলো বালি-যখন যারা
আসবে মনে
.                   তাদের লিখব
লিখেই যাব !

এক পৃথিবীর একশোরকম
স্বপ্ন দেখার
সাধ্য থাকবে যে-রূপকথার—
সে রূপকথা আমার একার ।

ঘাড় গুঁজে দিন
.                       লিখতে লিখতে
ঘাড় গুঁজে রাত
.                      লিখতে লিখতে
মুছেছে দিন—মুছেছে রাত
যখন আমার লেখবার হাত
অসাড় হল,
.                    মনে পড়ল
সাল কি তারিখ, বছর কি মাস
সেসব হিসেব
.                       আর ধরিনি
লেখার দিকে তাকিয়ে দেখি
এক পৃথিবী লিখব বলে
একটা খাতাও
.                       শেষ করিনি ।

সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে
বৃষ্টি এল খাতার উপর
আজীবনের লেখার উপর
বৃষ্টি এল এই অরণ্যে
বাইরে তখন গাছের নিচে
নাচছে ময়ূর আনন্দিত
এ-গাছ ও-গাছ উড়ছে পাখি
বলছে পাখি, “এই অরণ্যে
কবির জন্যে আমরা থাকি ।”
বলছে ওরা, “কবির জন্য
আমরা কোথাও আমরা কোথাও
আমরা কোথাও হার মানিনি—”

কবি তখন কুটির থেকে
তাকিয়ে আছে অনেক দূরে
বনের পরে, মাঠের পরে
নদীর পরে
সেই যেখানে সারাজীবন
বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে,
সেই যেখানে কেউ যায়নি
কেউ যায় না কোনদিনই—
আজ সে কবি দেখতে পাচ্ছে
সেই দেশে সেই ঝরনাতলায়
এদিক-ওদিক ছুটে বেড়ায়
সোনায় মোড়া মেঘহরিণী—
কিশোর বেলার সেই হরিণী.,.,.,.রূপকথা - মেঘবালিকার জন্য রূপকথা — জয় গোস্বামী

কান্ডারী হুশিয়ার – বিপ্লবের কবিতা- কাজী নজরুল ইসলাম - Kazi Nazrul Islam

কান্ডারী হুশিয়ার – বিপ্লবের কবিতা- কাজী নজরুল ইসলাম - Kazi Nazrul Islam
.,.,.,.,.,.,.,.
দুর্গম গিরি, কান্তার-মরু, দুস্তর পারাবার
লঙ্ঘিতে হবে রাত্রি-নিশীথে, যাত্রীরা হুশিয়ার!

দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ,
ছিঁড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মৎ?
কে আছ জোয়ান হও আগুয়ান হাঁকিছে ভবিষ্যৎ।
এ তুফান ভারী, দিতে হবে পাড়ি, নিতে হবে তরী পার।

তিমির রাত্রি, মাতৃমন্ত্রী সান্ত্রীরা সাবধান!
যুগ-যুগান্ত সঞ্চিত ব্যথা ঘোষিয়াছে অভিযান।
ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান,
ইহাদের পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার।

কান্ডারী হুশিয়ার – বিপ্লবের কবিতা- কাজী নজরুল ইসলাম - Kazi Nazrul Islam


অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরন
কান্ডারী! আজ দেখিব তোমার মাতৃমুক্তি পন।
হিন্দু না ওরা মুসলিম? ওই জিজ্ঞাসে কোন জন?
কান্ডারী! বল, ডুবিছে মানুষ, সন্তান মোর মার

আবৃত্তির কবিতা, কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলামের সেরা কবিতা, দেশের কবিতা, নজরুলের সেরা কবিতা, প্রিয় কবিতা, বাংলা কবিতা, বাংলার সেরা কবিতা, বিপ্লবের কবিতা, সমাজের কবিতা, স্বাধীনতার কবিতা, Kazi Nazrul Islam, Kazi Nazrul Islam er Kobita Kabbo, Kobita, New Kobita, Kobita Somogro

গিরি সংকট, ভীরু যাত্রীরা গুরু গরজায় বাজ,
পশ্চাৎ-পথ-যাত্রীর মনে সন্দেহ জাগে আজ!
কান্ডারী! তুমি ভুলিবে কি পথ? ত্যজিবে কি পথ-মাঝ?
করে হানাহানি, তবু চলো টানি, নিয়াছ যে মহাভার!

কান্ডারী হুশিয়ার – বিপ্লবের কবিতা- কাজী নজরুল ইসলাম - Kazi Nazrul Islam


কান্ডারী! তব সম্মুখে ঐ পলাশীর প্রান্তর,
বাঙালীর খুনে লাল হল যেথা ক্লাইভের খঞ্জর!
ঐ গঙ্গায় ডুবিয়াছে হায়, ভারতের দিবাকর!
উদিবে সে রবি আমাদেরি খুনে রাঙিয়া পূনর্বার।

ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান,
আসি অলক্ষ্যে দাঁড়ায়েছে তারা, দিবে কোন্ বলিদান
আজি পরীক্ষা, জাতির অথবা জাতের করিবে ত্রাণ?
দুলিতেছে তরী, ফুলিতেছে জল, কান্ডারী হুশিয়ার... কান্ডারী হুশিয়ার – বিপ্লবের কবিতা- কাজী নজরুল ইসলাম - Kazi Nazrul Islam



আজ সৃষ্টি সুখের উল্লাসে – কাজী নজরুল ইসলাম - Kazi Nazrul Islam er Kobita Kabbo


আজ সৃষ্টি সুখের উল্লাসে – কাজী নজরুল ইসলাম - Kazi Nazrul Islam er Kobita Kabbo  আজ সৃষ্টি সুখের উল্লাসে–
মোর মুখ হাসে মোর চোখ হাসে মোর টগবগিয়ে খুন হাসে
আজ সৃষ্টি-সুখের উল্লাসে।
আজকে আমার রুদ্ধ প্রাণের পল্বলে –
বান ডেকে ঐ জাগল জোয়ার দুয়ার – ভাঙা কল্লোলে। 
আসল হাসি, আসল কাঁদন
মুক্তি এলো, আসল বাঁধন,
মুখ ফুটে আজ বুক ফাটে মোর তিক্ত দুখের সুখ আসে।
ঐ রিক্ত বুকের দুখ আসে –
আজ সৃষ্টি-সুখের উল্লাসে!

আজ সৃষ্টি সুখের উল্লাসে – কাজী নজরুল ইসলাম - Kazi Nazrul Islam er Kobita Kabbo 

আসল উদাস, শ্বসল হুতাশ
সৃষ্টি-ছাড়া বুক-ফাটা শ্বাস,
ফুললো সাগর দুললো আকাশ ছুটলো বাতাস,
গগন ফেটে চক্র ছোটে, পিণাক-পাণির শূল আসে!
ঐ ধূমকেতু আর উল্কাতে
চায় সৃষ্টিটাকে উল্টাতে,
আজ তাই দেখি আর বক্ষে আমার লক্ষ বাগের ফুল হাসে
আজ সৃষ্টি-সুখের উল্লাসে!
আজ হাসল আগুন, শ্বসল ফাগুন,
মদন মারে খুন-মাখা তূণ
পলাশ অশোক শিমুল ঘায়েল
ফাগ লাগে ঐ দিক-বাসে
গো দিগ বালিকার পীতবাসে;
আজ রঙ্গন এলো রক্তপ্রাণের অঙ্গনে মোর চারপাশে
আজ সৃষ্টি সুখের উল্লাসে!
আজ কপট কোপের তূণ ধরি,
ঐ আসল যত সুন্দরী,
আবৃত্তির কবিতা, কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলামের সেরা কবিতা, দেশের কবিতা, নজরুলের সেরা কবিতা, প্রিয় কবিতা, বাংলা কবিতা, বাংলার সেরা কবিতা, বিপ্লবের কবিতা, সমাজের কবিতা, স্বাধীনতার কবিতা, Kazi Nazrul Islam, Kazi Nazrul Islam er Kobita Kabbo, Kobita, New Kobita, Kobita Somogro

কারুর পায়ে বুক ডলা খুন, কেউ বা আগুন,
কেউ মানিনী চোখের জলে বুক ভাসে!
তাদের প্রাণের ‘বুক-ফাটে-তাও-মুখ-ফোটে-না’ বাণীর বীণা মোর পাশে
ঐ তাদের কথা শোনাই তাদের
আমার চোখে জল আসে
আজ সৃষ্টি সুখের উল্লাসে!
আজ আসল ঊষা, সন্ধ্যা, দুপুর,
আসল নিকট, আসল সুদূর
আসল বাধা-বন্ধ-হারা ছন্দ-মাতন
পাগলা-গাজন-উচ্ছ্বাসে!
ঐ আসল আশিন শিউলি শিথিল
হাসল শিশির দুবঘাসে

আজ সৃষ্টি-সুখের উল্লাসে!আজ সৃষ্টি সুখের উল্লাসে – কাজী নজরুল ইসলাম - Kazi Nazrul Islam er Kobita Kabbo 


আজ জাগল সাগর, হাসল মরু
কাঁপল ভূধর, কানন তরু
বিশ্ব-ডুবান আসল তুফান, উছলে উজান
ভৈরবীদের গান ভাসে,
মোর ডাইনে শিশু সদ্যোজাত জরায়-মরা বামপাশে।
মন ছুটছে গো আজ বল্গাহারা অশ্ব যেন পাগলা সে।
আজ সৃষ্টি-সুখের উল্লাসে!
আজ সৃষ্টি-সুখের উল্লাসে... আজ সৃষ্টি সুখের উল্লাসে – কাজী নজরুল ইসলাম - Kazi Nazrul Islam er Kobita Kabbo 


বিদায় বেলায় – কাজী নজরুল ইসলাম - Kobita Somogro



বিদায় বেলায় – কাজী নজরুল ইসলাম তুমি অমন ক’রে গো বারে বারে জল-ছল-ছল চোখে চেয়ো না,
জল-ছল-ছল চোখে চেয়ো না।
ঐ কাতর কন্ঠে থেকে থেকে শুধু বিদায়ের গান গেয়ো না,
শুধু বিদায়ের গান গেয়ো না।। 
হাসি দিয়ে যদি লুকালে তোমার সারা জীবনের বেদনা,
আজো তবে শুধু হেসে যাও, আজ বিদায়ের দিনে কেঁদো না।
ঐ ব্যথাতুর আঁখি কাঁদো-কাঁদো মুখ
দেখি আর শুধু হেসে যাও,আজ বিদায়ের দিনে কেঁদো না।
চলার তোমার বাকী পথটুকু-
আবৃত্তির কবিতা, কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলামের সেরা কবিতা, দেশের কবিতা, নজরুলের সেরা কবিতা, প্রিয় কবিতা, বাংলা কবিতা, বাংলার সেরা কবিতা, বিপ্লবের কবিতা, সমাজের কবিতা, স্বাধীনতার কবিতা, Kazi Nazrul Islam, Kazi Nazrul Islam er Kobita Kabbo, Kobita, New Kobita, Kobita Somogro

পথিক! ওগো সুদূর পথের পথিক-
হায়, অমন ক’রে ও অকর”ণ গীতে আঁখির সলিলে ছেয়ো না,
ওগো আঁখির সলিলে ছেয়ো না।

বিদায় বেলায় – কাজী নজরুল ইসলাম

দূরের পথিক! তুমি ভাব বুঝি
তব ব্যথা কেউ বোঝে না,
তোমার ব্যথার তুমিই দরদী একাকী,
পথে ফেরে যারা পথ-হারা,
কোন গৃহবাসী তারে খোঁজে না,
বুকে ক্ষত হ’য়ে জাগে আজো সেই ব্যথা-লেখা কি?
দূর বাউলের গানে ব্যথা হানে বুঝি শুধু ধূ-ধূ মাঠে পথিকে?
এ যে মিছে অভিমান পরবাসী! দেখে ঘর-বাসীদের ক্ষতিকে!
তবে জান কি তোমার বিদায়- কথায়

বিদায় বেলায় – কাজী নজরুল ইসলাম

কত বুক-ভাঙা গোপন ব্যথায়
আজ কতগুলি প্রাণ কাঁদিছে কোথায়-
পথিক! ওগো অভিমানী দূর পথিক!
কেহ ভালোবাসিল না ভেবে যেন আজো
মিছে ব্যথা পেয়ে যেয়ো না,
ওগো যাবে যাও, তুমি বুকে ব্যথা নিয়ে যেয়ো না... বিদায় বেলায় – কাজী নজরুল ইসলাম


কবিতা সমগ্র (kobita somogro)

বাংলা কবিতা (9) Kobita Somogro (5) কবিকথা (5) Kazi Nazrul Islam (4) Kazi Nazrul Islam er Kobita Kabbo (4) Women's Health Care (4) bangla songs (4) poem (4) দেশের কবিতা (4) প্রেমের কবিতা (4) বাংলা গান ও সংগীত (4) বিপ্লবের কবিতা (4) সেক্সপিয়াের এর কৌতুক (4) Bangla Kobita somogro (3) Shikari movie (3) bangla gan lyrics (3) free download কবিতা (3) medical tips (3) online kobita (3) কাজী নজরুল ইসলাম (3) কাজী নজরুল ইসলামের সেরা কবিতা (3) গান (3) জয় গোস্বামী (3) নজরুলের সেরা কবিতা (3) সমাজের কবিতা (3) Bangla Kobita somogra (2) Kobita (2) New Kobita (2) doctor advice (2) gaan (2) good health (2) images (2) lyrics (2) আবৃত্তির কবিতা (2) কবিতা সমগ্র (2) কৌতুক (2) ফটো (2) বাংলা হিন্দি কবিতা (2) বাংলার সেরা কবিতা (2) মেডিকেল টিপস (2) Bangla Hindi Kobita (1) bangla song lyrics (1) hindi song (1) hindi song lyrics (1) photo (1) pic (1) গান ও সংগীত (1) ছবি (1) তসলিমা নাসরিন কবিতা (1) নষ্ট মেয়ে (1) প্রিয় কবিতা (1) রবীন্দ্র সংগীত (1) সুনীল গঙ্গোপাধ্যায় (1) স্বাধীনতার কবিতা (1) হৃদয় ছোঁয়া কবিতা (1)
Powered by Blogger.